14 September, 2023

BY- Aajtak Bangla

বাড়িতে জলের  বোতলেই হবে রসুন চাষ, একদম সহজ উপায়

ডাল ও সবজির স্বাদ বাড়ানোর পাশাপাশি রসুন স্বাস্থ্যের জন্যও উপকারী।

জানেন বাড়িতেও রসুন চাষ করতে পারেন?

টব বা কোনও পাত্র ছাড়াই, বোতলেও এটি করতে পারেন।

এর জন্য প্রথমে একটি বোতল নিন, সেটি কেটে পরিষ্কার মাটি দিতে হবে।

মাটি যেন একেবারে পরিষ্কার থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

মাটিতে পাথর বা অন্য কিছু থাকলে তা গাছের বৃদ্ধিতে প্রভাব ফেলে।

বোতলে মাটি রাখুন এবং উপরে রসুনের কোয়া রাখুন। এরপর রসুনের কোয়ার ওপর কিছু মাটি ও সার দিয়ে জল ঢালুন।

এবার  রসুনের কোয়া ভালো করে মাটি চাপা দিয়ে কয়েকদিন অপেক্ষা করুন। খুব অল্প দিনেই গাছের বৃদ্ধি দেখতে পাবেন।