26 January 2025
BY- Aajtak Bangla
বাড়িতে মশা, ছোট ছোট পোকার জ্বালায় অতিষ্ঠ! কী করবেন ভেবে উঠতে পারছেন না?
ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করেই থেকেই তাড়াতে পারবেন মশা।
প্রথমে আপনাকে বাজার থেকে বেশ কয়েকটি পাকা পাতিলেবু নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে কয়েকটা লবঙ্গ, একটু সরষের তেল, একটু তুলো এবং সামান্য কর্পূর।
এরপর লেবুটি নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিন।
ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিন গোল করে কেটে। দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়।
এরপর ওই লেবুর মধ্যে প্রথমে একটু সরষের তেল দিতে হবে, তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিতে হবে। তারপর তার উপরে তুলোটি বসিয়ে দিন।
দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিন। এই ঘরোয়া টোটকায় এক নিমেষে মশা বাপ বাপ করে পালাবে।
এতদিন অনেক কিছু ব্যবহার করেছেন, অনেক দামি জিনিসও ব্যবহার করে দেখেছেন, একবার এটি ব্যবহার করে দেখতে পারেন। যত মশাই থাকুক কাজ হবেই নিশ্চিত।