16 JANUARY 2025

BY- Aajtak Bangla

রান্নার সিলিন্ডারে কতটা গ্যাস বাকি? বোঝার এই ১ ট্রিক শিখে রাখুন

সকলের রান্নাঘরের সিলিন্ডার একটা সময় অবধি চলে, তারপর ফুরিয়ে যায়। গ্যাস কতটা খরচ হয়েছে, কতটা বকি তা অনেকেই বুঝতে পারে না।

যারা জানেন না, তারা জেনে নিন, প্রতিদিন রান্না করার পর কতটা গ্যাস বেঁচে আছে, কতটা ফুরিয়েছে। 

একটা বাড়িতে কতজনের রান্না হচ্ছে বা কীভাবে রান্না করা হচ্ছে তার ওপর নির্ভর করে গ্যাস সিলিন্ডার মোটামুটি কতদিন চলবে।

কিন্তু সিলিন্ডারে আর কতটা গ্যাস পড়ে রয়েছে তা কী করে বুঝবেন? জেনে নিন সহজ উপায়।

যখনই দেখবেন গ‍্যাসে রান্না করার সময় লাল আগুন উঠছে তখন বুঝতে হবে গ‍্যাস ফুরিয়ে আসছে।

এছাড়া, ভেজা কাপড় দিয়ে সিলিন্ডার মুছলে ২-৩ মিনিট পর দেখবেন, সিলিন্ডারের কিছুটা অংশের ভিজে ভাব শুকিয়ে গিয়েছে আর বাকি অংশ তখনও ভিজে রয়েছে।

এর অর্থ  সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশ টুকুই রান্নার গ্যাস বাকি আছে।