8 APRIL, 2025

BY- Aajtak Bangla

গাছে লেবু না হলে এই সারটি দিন, ফলে ভরে যাবে

গ্রীষ্মকালে লেবুর চাহিদা বেড়ে যায়। সেই কারণে, বাজারে দাম দ্রুত বৃদ্ধি পায়।

অনেকেই তাদের বাড়িতে টবে লেবুর গাছ লাগান।

কিন্তু অনেক সময়ে কোনও কারণে লেবু গাছে ফল ধরে না।

কী ভাবে লেবু গাছের যত্ন নিতে হবে? চলুন জেনে নেওয়া যাক।

 কী সার দিতে হবে যাতে গাছটি ফলে ভরে থাকে।

ক্রমবর্ধমান গরমে  গাছপালার সঠিক যত্ন প্রয়োজন। যেমন সময়ে সময়ে জল দেওয়া, মাটিতে আর্দ্রতা বজায় রাখা।

যখন গাছে ফুল ফুটতে শুরু করে, তখন কম জল দেওয়া উচিত।

 এছাড়াও, এক মাসের ব্যবধানে গাছে গোবর সার দিতে হবে।

যদি এটি ১২ ইঞ্চি টবে রোপণ করা হয়, তাহলে ৪০০ গ্রাম গোবর সার প্রয়োজন হবে। গোবর সার সবসময় পুরনো ব্যবহার করা উচিত।

এছাড়াও, প্রায় এক চামচ NPK 13045 এবং এক চামচ সামুদ্রিক শৈবাল সার ৪০০ মিলি জলে মিশিয়ে মাটিতে মিশিয়ে দিলে বেশি ফল উৎপাদনে সাহায্য করে।