4 April, 2025

BY- Aajtak Bangla

পিরিয়ডের সময় টক খেতে নেই, মা-কাকিমাদের এই কথা সত্যি?

মেয়েদের প্রতিমাসের যন্ত্রণা। পিরিয়ডস হলেই পেটে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়।

ঋতুস্রাব

এই সময় বাড়ির গুরুজনেরা অনেক খাওয়া-দাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। যার মধ্যে অন্যতম টক জাতীয় খাবার খাওয়া।

খাওয়া-দাওয়া

পিরিয়ড নিয়ে এই দেশে হাজারো মিথের মধ্যে একটি হল পিরিয়ডের সময় টক খাওয়া উচিত নয়।

পিরিয়ডের সময় টক

ডাক্তারদের মতে, টক খেলে শরীরের কোনও ক্ষতি হয় না এবং এটা একটা ভ্রম মাত্র।

কী বলছেন ডাক্তার

টক খাবার খেলে মহিলাদের কোনও ক্ষতি হয়, এরকম কোনও গবেষণায় পাওয়া যায়নি।

বেশি পিরিয়ড হয়

তবে এটাও ঠিক যে পিরিয়ডের সময় অতিরিক্ত মশলাদার খাবার শরীরে অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে।

মশলাদার খাবার

টকের কারণে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু খাবারে যদি বেশি লবণ থাকে তাহলে শরীরের ক্ষতি হতে পারে।

অতিরিক্ত নুন

যদি টক জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা হয়, তবে অবশ্যই খান। ইচ্ছাকে এড়িয়ে যাবেন না। বিশেষ করে এইসময় যা খেতে ভাল লাগে তাই খান।

মন ভাল রাখুন