19 April, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
সাধারণ মোটরসাইকেলেরও দাম বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে কম দামে, সাশ্রয়ী কমিউটার মোটরসাইকেল খুঁজছেন বেশিরভাগ গ্রাহকরা।
তবে আজকাল শুধু সাধারণ কমিউটারেই আশ মেটে না গ্রাহকদের। তার সঙ্গে একটু স্টাইলিশ হলেও মন্দ হয় না।
জ্বালানি খরচও আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তাই মাইলেজও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কম বাজেটের এই বাইকগুলিতে ৫০-৬০ কিমির মাইলেজ পেয়ে যাবেন। বাইকগুলি হালকা হওয়ায় নতুন রাইডার, রোজ চালানোর জন্যও বেশ ভাল।
Honda Shine: ১২৩.৯৪ সিসির ইঞ্জিন পাবেন। ৫ স্পিড গিয়ারবক্স পাবেন। ওজন বেশ হালকা, ১১৪ কেজি। দাম ৭৮,০০৩ টাকা থেকে শুরু।
Bajaj CT 125X: রেট্রো ধাঁচের মোটরসাইকেল । এতে ১২৪.৪ সিসি ইঞ্জিন পাবেন। মাইলেজ ৬০ কিলোমিটার প্রতি লিটার। দাম ৭৩,৬০১ টাকা থেকে শুরু।
Hero Splendor Plus: বাজেট একটু কমের দিকে হলে এই বাইকটি নিতে পারেন।৯৭.২ সিসির ইঞ্জিন পাবেন। মাইলেজ ৬০ কিলোমিটার প্রতি লিটার। দাম ৭৩,০৫৯ টাকা(এক্স-শোরুম)।
TVS Star City Plus: এটিও কম বাজেটের মধ্যে পাবেন। ১০৯.৭ সিসির এই বাইকের মাইলেজ ৬৮ কিলোমিটার প্রতি লিটার। দাম শুরু হচ্ছে ৭৪,২৩৭ টাকা থেকে।
Hero Passion Pro: একটু স্টাইলিশ, স্পোর্টি লুকের বাইক চাইলে এটি দেখতে পারেন। দাম ৭৪,৬৭৮ টাকা থেকে শুরু।