21 Jun, 2024
BY- Aajtak Bangla
সাপ, ব্যাঙের উৎপাত শুরু হয়। এই সাপের উপদ্রবে বহুলোক প্রাণও হারায়। তাই এর হাত থেকে বাঁচতে আপনাকে সাবধান থাকতেই হবে। এজন্য মাথায় রাখুন এই বিষয়গুলো:
প্রথমেই বলে রাখা ভালো, মাটির গন্ধ শুঁকে সাপ রয়েছে কীনা বোঝা যায় না। ওটা একটা ভাঁওতা।
সাপের হাত থেকে বাঁচতে এগুলো করুন।
বাড়ির আশপাশ, ঝোপঝাড় এবং ঘরের কোনো কোনো নিরাপদ স্থানে কাচের বোতলে কার্বলিক অ্যাসিড রেখে দিন। খেয়াল রাখবেন সেগুলো যেন শিশুদের নাগালের বাইরে থাকে। সাপ অ্যাসিডের গন্ধে সাধারণত পালিয়ে যায়।
বাড়ির চারপাশে কোনো ডোবা-নালা বা অপরিষ্কার জলাশয় থাকলে দ্রুত সতর্ক হন। প্রয়োজনে ব্যবস্থা নিন। কেননা এসব স্থান এবং এর আশেপাশেই সাপের আবাস।
কার্বলিক অ্যাসিডের সঙ্গে বাড়ির চারপাশে ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন বা ডিডিটি, মশা মারার তেল ও ব্লিচিং পাউডার ছড়ান নিয়ম মেনে।
আপনার বাড়িতে যদি ইঁদুর বা ব্যাঙের উপদ্রব একটু বেশি থাকে তাহলে সাপের আনাগোনাও বেশি হবে। তাই আগে ইঁদুর আর ব্যাঙ তাড়ান।
ঘরবাড়ির কোথাও কোনো ফাঁকফোকর আছে কিনা দেখুন ভালো করে। কারণ এতে সহজেই সাপ আশ্রয় নিতে আসতে পারবে।
বাড়ির চারপাশে সালফার পাউডার ছড়ান। এর গন্ধেও সাপ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না।