BY- Aajtak Bangla

গালে হালকা দাড়ি? এই দেশি তেল ঘষলেই হবেন 'রকি ভাই' 

20 April  2024

ঘরোয়া বেশ কিছু উপায় অবলম্বন করলে আপনিও পেতে পারেন ঘন গোঁফ-দাড়ি।

তবে অনেক মহিলাই দাড়িওয়ালা পুরুষ পছন্দ করেন। আবার পুরুষের চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় গোঁফ।

কোন ঘরোয়া টোটকায় বাড়বে দাড়ি-গোঁফের ঘনত্ব?

১) ইউক্যালিপটাস তেল এ ক্ষেত্রে দারুণ উপকারী। প্রতি দিন এই তেল মাখলে গোঁফ-দাড়ি ঘন হয়।

২) ঘন দাড়ি পাওয়ার আশায় অনেকেই বার বার দাড়ি কাটেন। এমনটা করবেন না, বরং গোঁফ-দাড়ির বৃদ্ধি ও ঘনত্বের জন্য অন্তত এক থেকে দেড় মাস অন্তর ছেটে নিন। তবেই পাবেন মনের মতো চেহারা।

৩) চুলের মতোই গোঁফ-দাড়ি গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। এতে থাকা সালফার গোঁফ-দাড়ি ঘনত্ব বাড়াতে পারে। সপ্তাহে অন্তত তিন দিন গোঁফ-দাড়িতে লাগান পেঁয়াজের রস।

৪) ভিটামিন বি কমপ্লেক্স ও সি গোঁফ-দাড়ি বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভিটামিন ক্যাপসুল খেতে পারেন। খাদ্যতালিকাতেও যোগ করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার।

৫) শুকনো হাত গালে মিনিট পাঁচেক ধরে মালিশ করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও গোঁফ-দাড়ি ঘন হয়ে গজাতে সাহায্য করবে।