BY- Aajtak Bangla
26 April, 2025
অফিসে যাওয়া হোক অথবা কোনও অনুষ্ঠান বাড়ি, জামা-কাপড় পরিপাটি করে পরতে সকলেই ভালোবাসেন।
ধোপদুরস্ত পোশাক না পরলে খুবই সাধারণ লাগে। এছাড়া ভাল করে ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাসও বাড়ায় অনেকখানি।
এখন অনেকেই বাড়িতেই ইস্ত্রি করে থাকেন। তবে প্রতিবারই লন্ড্রির মতো হয় না।
তবে কথা মাথায় রাখলে একেবারে লন্ড্রির মতো পরিপাটি জামা কাপড় পাওয়া যেতে পারে নিমেষে।
প্রথমেই জেনে নিন কোন ধরনের কাপড় বা শার্ট ইস্ত্রি করছেন। কাপড়ের ধরন অনুযায়ী আয়রন প্রেসের তাপমাত্রা সেট করতে হবে।
এরপরে ইস্ত্রি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত এখনকার দিনের ইস্ত্রিতে ইন্ডিকেটর থাকে। পরিমাণ মতো গরম হয়ে গেলেই ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে।
এবার একটি শক্ত জায়গায় জামা বা কাপড়টি বিছিয়ে দিতে হবে। তার উপর পেতে নিতে হবে একটি সুতির কাপড়।
খুব বেশি কুঁচকানো কাপড় বা মোটা কাপড় ইস্ত্রি করার সময় স্টিম অপশন বেছে নেওয়াই ভাল।
ইস্ত্রি করার জন্য সব সময় বিশুদ্ধ জল ব্যবহার করাই ভাল। অধিক আয়রন বা অন্য খনিজ যুক্ত জলের দাগ কাপড়ের গায়েও বসে যেতে পারে।
মনে রাখতে হবে, স্টিম আয়রনের ক্ষেত্রে জলের ট্যাঙ্কের মুখ যেন ভাল ভাবে বন্ধ করা যায়। না হলে অতিরিক্ত জল পড়ে কাপড় ভিজে যেতে পারে।