16 Jan, 2025

BY- Aajtak Bangla

জিনস না ধুয়ে কতদিন পরা যায়? জেনে রাখুন

অনেকেই শখ করে নানান ধরণের জিনস সংগ্রহে রাখলও অল্প কিছুদিনেই রঙ ফ্যাকাসে হতে থাকে। চলুন জেনে নেই কোন ভুল এড়িয়ে চললে আর ফ্যাকাসে হবে না জিনস

অনেকেরই রোজ পোশাক কেচে পরেন। কিন্তু জিনস বারবার কাচলে রং ফ্যাকাসে হয়ে যায়। তাই চেষ্টা করুন ঘন ঘন না ধুতে। এতে বেশি দিন টিকবে আপনার জিনস।

জামাকাপড় বেশি নোংরা হলে গরম জলো ধুয়ে নেওয়া হয়। জিনসের ক্ষেত্রে কিন্তু এটি করা যাবে না। ডেনিম সব সময়ে ঠাণ্ডা জলে কাচুন। নয়তো অচিরেই রঙ নষ্ট হয়ে যাবে। 

ডেনিম সব সময়ে উল্টো করে কাচুন। এতে রং ভালো থাকবে। চেষ্টা করবেন হাতেই ধুয়ে নিতে। 

ওয়াশিং মেশিনে ধুলে জিনস দ্রুত খারাপ হয়ে যায়। 

রং উজ্জ্বল রাখতে কাচার সময় বালতির জলে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে নিতে পারেন।

জিনস ধুয়ে জল না নিংড়ানোই ভালো। 

জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিন। রং ভালো রাখতে উল্টো করে রোদে দিন।