17 March, 2025
BY- Aajtak Bangla
গরমে একটা কায়দার রোদচশমা না পরলে কী করে চলবে?
সব কেতার চশমা কিন্তু সকলের মুখে মানায় না। গোল মুখে এক রকম চশমা মানায়, আবার ডিম্বাকৃতি মুখের জন্য অন্য রকম।
মুখের গড়ন গোলগাল হলে ক্যাট’স আই কিংবা অ্যাভিয়েটর ফ্রেমের সানগ্লাস পরলে মুখ বেশ লম্বাটে দেখায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের সানগ্লাস পরলেও এমন চেহারায় বেশ ভাল লাগে।
আপনার মুখের গঠন কি পানপাতার মতো? এমন মুখে কপাল চওড়া ও চোয়াল সরু থাকে। ক্যাট’স আই, স্পোর্টি সানগ্লাস বেশ মানিয়ে যায় এই চেহারায়।
মুখের গড়ন গোলগাল হলে ক্যাট’স আই কিংবা অ্যাভিয়েটর ফ্রেমের সানগ্লাস পরলে মুখ বেশ লম্বাটে দেখায়।
বর্গাকৃতির মুখে মেটালিক ফ্রেম অথবা সানগ্লাসের নীচের অংশ রিমলেস হলে বেশ মানিয়ে যায়।
লম্বা মুখে গোলাকৃতি সানগ্লাস ভাল মানায়। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাসের ফ্রেম যেন খুব ছোট না হয়।
চোয়ালের গঠন সরু হলে ক্যাট’স আই স্টাইল সানগ্লাস ভাল মানাবে।
তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাস যেন চোখের কোল ঢেকে রাখে, তাই সানগ্লাস একটু বড় হওয়াই ভাল।