19 May, 2024

BY- Aajtak Bangla

এই গরমেও বিয়েবাড়িতে শাড়ি? সমস্যা নেই, রইল টিপস

গরমের পারদ যেমন চড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিয়েবাড়িও। শীতকালের মতো খুব ঘন ঘন বিয়ের অনুষ্ঠান না থাকলেও, এই গরমের মধ্যেও প্রত্যেকেই কম-বেশি একটা-দু’টো নিমন্ত্রণ ঠিক পেয়েই যান! 

তবে ভারী শাড়ি পরলে গরম লাগাই স্বাভাবিক। বিয়েবাড়ির জন্য হালকা সিল্কের শাড়ি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। সিল্কের কো-অর্ড সেট কিংবা কুর্তা-সালোয়ারও পরতে পারেন বিয়েবাড়িতে।

জামদানি শাড়ি এমনিতেই সবার খুব প্রিয়। তবে, ট্র্যাডিশনাল সাজের মধ্যেও যদি আপনি আধুনিকতার ছোঁয়া ধরে রাখতে চান, তা হলে বেছে নিতে পারেন লিনেন জামদানি। 

গরম যে ভাবে বাড়ছে তাতে অনেকের কাছেই সুতির শাড়িই শেষ কথা। হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে পছন্দের সিলভার গয়না আর জুঁইয়ের মালা দিয়ে কিন্তু বিয়েবাড়িতে ট্রেন্ডিং। 

শিফন শাড়ির জনপ্রিয়তা বেশ পুরনো। গরমের দিনে দেখতেও ভাল লাগে সঙ্গে বেশ আরামদায়ক লুকও দেয় এই শাড়ি। এই ক্ষেত্রে আপনি প্যাস্টেল শেডের শিফন বা এক রঙা শিফন বেছে নিতে পারেন। 

ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ দিয়ে এই শাড়ি পরলে বেশ সুন্দর লাগে। চাইলে সাদা শাড়িও বেছে নিতে পারেন। গরমের দিনে সাদা শাড়ি বেশ অন্যরকম একটা লুক এনে দেয়।

ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা জেনিফার উইংগেটের পরনে যেটি দেখছেন, সেটিও কিন্তু শাড়ি, একে বলা হয় ‘গাউন শাড়ি’

বলিউড তারকা কৃতি শ্যাননের পররনের এই শাড়ি মাকড়শার জাল থেকে অনুপ্রাণিত

এত ফিউশন আর শাড়ি নিয়ে পরীক্ষা–নিরীক্ষার পরও আবেদন কমেনি ঐতিহ্যবাহী সব শাড়ির। ছবিতে তরুণ বলিউড তারকা জাহ্নবী কাপুর

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সুনেরাহর চুমকি বসানো এই শাড়ির বাটারফ্লাই স্লিভের ব্লাউজটি পার্টি লুকে দিচ্ছে গাউনের ভাব

পার্টিতে যে কালো রং আর চুমকির শাড়ির কদর সব সময়ের, সেটিরই জানান দিলেন বাংলাদেশি অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী