13 February, 2025
BY- Aajtak Bangla
অন্যের বিয়ের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে ভালবাসেন অনেকেই। বহু আত্মীয়, বহু আপনজনরা বিভিন্ন প্রশ্ন করেন। এসব মানুষকে সামলাবেন কীভাবে?
সেই রকমই একটা প্রশ্ন হল, 'বিয়ে কবে করছো?' আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশি অনেকেই এই প্রশ্ন করেন। এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত।
'খুব খুশি হলাম যে আপনি এটা জিজ্ঞেস করলেন!' এমন বাক্যের পর আপনি নিজের জীবনের সুন্দর দিক সম্পর্কে কিছু কথা জানিয়ে দিতে পারেন প্রশ্নকর্তাকে।
'আমিও তো ভাবছি, আপনি এখনও সংসার করছেন কেন!' হাসতে হাসতে এমন একটা কথা বললে পরিবেশটা হালকা হয়ে আসার সম্ভাবনা থাকে।
'আরেহ! এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম!' প্রশ্নকর্তা যদি মোটামুটি বুঝদার মানুষ হয়ে থাকেন, তাহলে আশা করা যায়, তিনি নিজেই আর এ প্রসঙ্গে কথা বাড়াবেন না।
'এ ব্যাপারে কথা বলতে চাইছি না।' এখানে ভাষা একটু কড়া হলেও জবাবটা আপনি যখন হাসিমুখে দেবেন, তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে।
মজার ছলেও বুঝিয়ে দিতে পারেন, এ নিয়ে কথা বলার আদতে কোনো প্রয়োজনই নেই।
আপনার ইচ্ছা-অনিচ্ছার মূল্যই আপনার কাছে সবচেয়ে বেশি, তা বুঝিয়ে দিতে পারেন এমন দৃঢ় জবাবে।
এ রকম একটা পাল্টা প্রশ্ন করলে তিনি আপনার পড়ালেখার সমাপ্তি বা ক্যারিয়ারের শুরু কিংবা কোনো মাইলফলক সম্পর্কে কথা বলতে পারেন।