BY- Aajtak Bangla

'বিয়ে কবে করছ', প্রশ্নে অতিষ্ঠ? রইল ৭ মোক্ষম উত্তর

12 Dec, 2024

অন্যের বিয়ের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে উৎসাহী মানুষের অভাব নেই। বুঝতে নারাজ বহু আত্মীয়, বহু আপনজন। এসব মানুষকে সামলাবেন কীভাবে?

‘খুব খুশি হলাম যে আপনি এটা জিজ্ঞেস করলেন!’ এমন বাক্যের পর আপনি নিজের জীবনের সুন্দর দিক সম্পর্কে কিছু কথা জানিয়ে দিতে পারেন প্রশ্নকর্তাকে।

‘আমিও তো ভাবছি, আপনি এখনো সংসার করছেন কেন!’ হাসতে হাসতে এমন একটা কথা বললে পরিবেশটা হালকা হয়ে আসার সম্ভাবনা থাকে।

‘আরেহ! এই প্রশ্ন তো আমি প্রথম শুনলাম!’ প্রশ্নকর্তা যদি মোটামুটি বুঝদার মানুষ হয়ে থাকেন, তাহলে আশা করা যায়, তিনি নিজেই আর এ প্রসঙ্গে কথা বাড়াবেন না।

‘এ ব্যাপারে কথা বলতে চাইছি না।’ এখানে ভাষা একটু কড়া হলেও জবাবটা আপনি যখন হাসিমুখে দেবেন, তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে।

‘সেই যে ডাইনি বুড়িটা অভিশাপ দিল!’ এমন উত্তরের মাধ্যমে মজার ছলেও বুঝিয়ে দিতে পারেন, এ নিয়ে কথা বলার আদতে কোনো প্রয়োজনই নেই।

‘আমি একা থাকতেই পছন্দ করি’ আপনার ইচ্ছা-অনিচ্ছার মূল্যই আপনার কাছে সবচেয়ে বেশি, তা বুঝিয়ে দিতে পারেন এমন দৃঢ় জবাবে।

 ‘দারুণ প্রশ্ন! আপনি বিষয়টা কখন আবিষ্কার করলেন?’ এ রকম একটা পাল্টা প্রশ্ন করলে তিনি আপনার পড়ালেখার সমাপ্তি বা ক্যারিয়ারের শুরু কিংবা কোনো মাইলফলক সম্পর্কে কথা বলতে পারেন।