16 May, 2024
BY- Aajtak Bangla
গরমে বাড়ি ভর্তি পিঁপড়ে পিলপিল করছে, বাড়ির সব খাবারে ঢুকে পড়ছে?
ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে কখনও বিস্কুটে ধরছে, কখনও চিনি, কখনও আটার বেলন চাকিতে।
এই পিঁপড়ে নিজেদের সঙ্গে অনেক জীবাণু নিয়ে আসে, কোনও খাবারে পিঁপড়ে ধরলে তা খাওয়া স্বাস্থ্যকর নয়। তবে কী করবেন?
শুকনো খাবার, চিনি ও খাবার যেখানে হালকা ঢাকা দিয়ে রাখছেন সব পাত্র, কৌটোতে ৫-৬দানা গোলমরিচ রেখে দিন।
রুটি রাখার পাত্রে সব সময় সেই পাত্রের ঢাকার ওপরে একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিন।
দারুচিনির গন্ধে পিঁপড়ে আসবে না। তবে এক্ষেত্রেও কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে রুটি।
ঠাকুরঘরে প্রসাদ দিলে পিঁপড়ে এলে প্রসাদের আশেপাশে কর্পূর ছিটিয়ে দিন।
কোনও খাবার ফ্রিজের বাইরে রাখলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখতে পারেন।
ভাত বা ভাজা জাতীয় কোনও খাবার বাইরে রাখলে জল রাখা পাত্রের ওপর রাখতে পারেন।
এছাড়া, চিনি, বিস্কুট যে কোনও শুকনো খাবার এয়ার টাইট পাত্রে রাখতে পারেন।
পিঁপড়ে ভাগাতে এদের বাসায় লেবুর রস ফেলে দিলে পালাবে।