19 April, 2024
BY- Aajtak Bangla
জলে হয়, এমন পাঁচটি ইনডোর প্ল্যান্ট ও সেসবের যত্নআত্তি জেনে নিন আজ—
মাটি বলুন, জল বলুন—যেকোনো জায়গায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে বলে মানি প্ল্যান্টের কদর অনেক।
প্রতি পর্বে একটি করে পাতা নিয়ে সোজা বেড়ে ওঠে লাকি ব্যাম্বু। পাতা গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, হলদেটে সবুজ ও সবুজের মাঝে সাদা কিংবা হলুদ দাগের উপস্থিতিও দেখা যায়।
পারেন ঘরে। শুধু জলেই রাখতে পারবেন, তবে পাতার কাণ্ডটি একটু লম্বাটে হওয়ায় একটু বড় জলের পাত্র ব্যবহার করা ভালো।
অল্প যত্নেই বাঁচে, এমন গাছের তালিকায় থাকা এই স্পাইডার প্ল্যান্টকেও দিব্যি জলে বসিয়ে রাখতে পারেন। তবে সরাসরি সূর্যালোকে রাখবেন না।
সাপের মতো এঁকেবেঁকে বেড়ে ওঠে বলে একে ডাকা হয় স্নেক প্ল্যান্ট। কোনোটা সবুজ, গাঢ় সবুজ, কোনটা সাদাটে সবুজ; কোনটার পাতায় দেখা যায় শাড়ির পাড়ের মতো হলুদ রঙের ডোরা।
ইনডোর প্ল্যান্ট বলে ঘরের যেকোনো জায়গায় রাখা গেলেও চেষ্টা করুন এমন জায়গায় রাখতে, যেখানে উজ্জ্বল থেকে মাঝারি পরোক্ষ সূর্যের আলো পায়।