8 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

 থাকবেন কোরিয়ানদের মতো আজীবন জোয়ান, রান্নাঘরের এই জিনিসেই হবে কাজ

কোরিয়ান গ্লসি স্কিন পেতে অনেকেই কত কী না করেন! চালের জল দিয়েই পাবেন উজ্জ্বল ত্বক। 

ত্বক এবং চুলের যত্নে কোরিয়ানরা ব্যবহার করেন চালের জল। কীভাবে ব্যবহার করবেন

চালের জলে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

একটা বাটিতে জল নিয়ে চাল দিন। সেটা রেখে দিন ৮ ঘণ্টা। ছেঁকে নিলেই তৈরি হবে রাইস ওয়াটার।

চালের জল কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

শ্যাম্পু করে স্ক্যাল্পে চালের জল ব্যবহার করুন। ম্যাসাজ করার পর আবার শ্যাম্পু করে নিন।

ত্বককে নরম করে তোলে চালের জল। ফেসিয়াল ক্লিনজারের মতো কাজ করে।

রোদে পোড়া ত্বককে উজ্জ্বল করে তোলে চালের জল।

চালের জল অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর। ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন।

চালের জলে মধু ও দই মিশিয়ে লাগাতে পারেন মুখে। উজ্জ্বল হবে ত্বক।