BY- Aajtak Bangla

আপনি কি ফর্সা হতে চান? প্রাকৃতিকভাবে ফিরবে গায়ের রং

10th January, 2025

অনেকেই নিজের গায়ের রং নিয়ে সঙ্কোচ বোধ করেন।

বিশেষ করে মেয়েদের গায়ের রং একটু চাপা বা শ্যামলা হলেই তাদের রাতের ঘুম ওড়ে।

কোন রঙের পোশাক তাদের মানাবে এই দুশ্চিন্তা তাদের ঘিরে ধরে। আর গায়ের রং ফেরানোর জন্য অনেকেই বাজার চলতি নামি দামি ক্রিম ব্যবহার করে থাকেন।

তবে রাসায়নিক ব্যবহার না করেই প্রাকৃতিকভাবে ফর্সা হওয়া সম্ভব। জানুন কীভাবে।

অ্যালোভেরা এমন একটি উপাদান যেটা ত্বকের জন্য খুবই ভাল। আর এই অ্যালোভেরা দিয়েই ফিরবে গায়ের রং।

এখানেই শেষ নয় ত্বকের সব ধরনের সমস্যা, প্রদাহ, কালো ছোপ বা দাগ এই সবকিছু দূর করে অ্যালোভেরা।

এবার এই অ্যালোভেরা দিয়েই প্যাক তৈরি করে নিন। প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে তাতে অ্যালোভেরা জেল ঢেলে দিন।

সবচেয়ে ভাল হয় গাছ থেকে যদি অ্যালোভেরা জেল নিতে পারেন। এরপর এর সঙ্গে মধু মিশিয়ে নিন। এটা ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন।

এটা শুকিয়ে এলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরার সঙ্গে বেসন, চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসাবেও ব্যবহার করতে পারেন।

সপ্তাহে ২দিন অ্যালোভেরা এভাবে ব্যবহার করলে আপনার গায়ের রং একটু হলেও ফিরবে।