28 September,, 2024
BY- Aajtak Bangla
ঘর পরিষ্কার না হলে পোকামাকড়ের উপদ্রব বাড়বে। সেই কারণে স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘরের প্রতিটি জিনিসপত্র পরিষ্কার রাখা খুবই জরুরি।
বাড়িতে কমোড ঠিক মতো পরিষ্কার না করলেও ইনফেকশন এবং অস্বস্তির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই কমোড রসুনের রস দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। বিস্তারিত জেনে নিন।
রসুনের অ্যালিসিনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় এটি বাথরুম পরিষ্কার রাখতে পারে।
রসুন দু'ভাবে টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে। প্রথম, রসুনের একটি কোয়াকে একটু চিপে কমোডে ফেলে রাখুন সারারাত।
কারণ সেই সময় বাথরুম তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। ঘুম থেকে উঠে কমোড ফ্লাশ করে নেবেন।
দ্বিতীয় পদ্ধতি, এক কাপ জল ফোটাতে দিন। তার পর সেই ফোটানো জল ১৫ মিনিট রেখে তাতে রসুনের একটি বা দু’টি কোয়া কুচিকুচি করে কেটে ফেলে দিন। সেই জল কমোডে ঢেলে দিন।
সপ্তাহে দু’বার এই পদ্ধতিতে বাথরুম পরিষ্কার করুন। ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবেন। এতে হলুদ দাগও দূর হয়ে যায়।