20 September,, 2024

BY- Aajtak Bangla

জল একেবারেই নয়, এভাবেই ঝকঝকে হবে নোংরা সুইচ বোর্ড

ঘর বাড়ি পরিস্কার পরিছন্ন করার দিকে আমরা সকলেই মন দিয়ে থাকি। আর তাতে আমাদের ঘরে আসে পজিটিভ এনার্জি। 

সেই কারণেই রান্নাঘর, বাথরুম, বেডরুম নিয়মিত পরিষ্কার রাখা দরকার। ঘরের সুইচ বোর্ড নোংরা হলে সৌন্দর্য নষ্ট হয়।

সাধারণভাবে জল দিয়েই আমরা যে কোনও কিছু পরিস্কার করি। তবে সুইচ বোর্ডের ক্ষেত্রে এমনটা করা উচিত নয়।

নোংরা সুইচকে কয়েক মিনিটের মধ্যে উজ্জ্বল করবে। রইল টোটকা

সুইচ বোর্ড পরিষ্কার করার সময় চামড়ার চপ্পল পরুন। কাপড় বা পিড়ির উপর দাঁড়ান। মিটারের সুইচ অফ করে সুইচ বোর্ড পরিষ্কার করুন।

একটি পুরানো টুথব্রাশ টুথপেস্ট নিন। ভাল করে সুইচ বোর্ডে লাগান। ৫ মিনিট রেখে দিন। 

৫ মিনিট পর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন টুথপেস্ট। তার পর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। 

এক চামচ বেকিং সোডার সঙ্গে একটু শ্যাম্পু নিন। এবার একটি কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করুন। নতুনের মতো হবে।

শেভিং ক্রিম সুইচ বোর্ডে লাগান। কিছুক্ষণ পর একটি টুথব্রাশ নিয়ে ঘষে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। 

থিনার বা নেল পালিশ রিমুভারের সাহায্যও নিতে পারেন। একটি তুলোর বল নিয়ে ঘষে পরিষ্কার করুন।