24 November, 2024

BY- Aajtak Bangla

v

সর্ষে বা নারকেল তেল  লাগবে না, এভাবে কানের ময়লা বেরোবে হড়হড়িয়ে 

অনেকক্ষেত্রেই কান পরিস্কার করা বেশ ঝক্কির কাজ। 

কানের ময়লা বের করতে আঙুল বা যা হোক কিছু দেবেন না।

কান পরিষ্কার করতে অনেকে কটোন বাড ব্যবহার করেন। এটা নিরাপদ নয়। উল্টে মারাত্মক ঝুঁকিপূর্ণ। 

তুলোর বাডে ধুলো থাকতে পারে। বাতাসের সংস্পর্শে জন্মায় ছত্রাক। সংক্রমণ হয় কানে।

তা হলে কী উপায়ে কান পরিষ্কার করবেন? রইল ৩ ঘরোয়া নিরাপদ উপায়।

প্রথমে কাত হয়ে শুয়ে পড়ুন। এবার পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে আলতো করে কানের উপর রাখুন। 

তাপ কানের ভিতরে জমাট বেঁধে থাকা ময়লা নরম করতে সাহায্য করে। ময়লা নিজে থেকেই বেরিয়ে আসে।

কানের ভিতর তিন ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিয়ে কিছু ক্ষণ কাত হয়ে শুয়ে থাকুন। পর পর তিন দিন করলে ময়লা বেরিয়ে যাবে।

হালকা গরম জলের সঙ্গে একটু নুন মিশিয়ে তুলোর সাহায্যে কানে দিন। মাথা কাত করে কয়েক মিনিট রাখুন। ময়লা নরম হবে।

ডাক্তারের পরামর্শে ড্রপ কিনেও কানের ময়লা সাফ করতে পারেন।