12 December, 2023
BY- Aajtak Bangla
শীতের মরসুম এলেই সকলের বাড়িতে ওয়াটার হিটারের রডের ব্যবহার বেরে যায়।
প্রতিদিন জল গরম করতে করতে এর গায়ে হলুদ দাগ পড়ে যায়। যা দেখতে খুব নোংরা লাগে।
অনেক ঘষাঘষির পরও এর ওপর থেকে হলুদ রং যায় না। দিন দিন আরও নোংরা হতে থাকে।
ঘরে বসে সহজেই ৫ মিনিটে হলুদে ভাব দূর করতে পারেন।
নুন এবং লেবু দিয়ে এটি পরিষ্কার করতে পারেন। হলুদ ভাব দূর হবে।
বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে এর সমস্ত ময়লা এবং হলুদেভাব নিমেষেই দূর হবে।
রড হিটার ব্যবহার করার পর সবসময় ঠান্ডা জলে ধুয়ে নেবেন, এতে একদম নতুনের মতো থাকবে।
বাথরুম ক্লিনার দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন।
বারবার ব্যবহার করবেন না, এটি সাবধানে ব্যবহার করা উচিত অন্যথায় এটি ক্ষতির কারণ হতে পারে।