4 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

সন্তানদের জেদ গলে জল হবে, বাবা-মায়েরা মাথায় রাখুন ৪ টিপস

কিছু শিশু জন্মগতভাবে দারুণ জেদী হয়। তারা কোনও কথাই শোনে না। সব ক্ষেত্রেই জেদ করে।

কিছু সহজ টিপস ব্যবহার করে বাবা-মায়েরা সন্তানের এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন।

সন্তানরা একগুঁয়ে হলে কিছু বাবা-মা মেজাজ হারিয়ে ফেলেন। শিশুরা জেদ করলে বকাঝকা না করে ভালবাসুন, ধৈর্য ধরুন। শিশু নিশ্চয় বুঝবে।

শিশুরা ছোট ছোট জিনিস কেনার জেদ করে। অভিভাবকরা সেই দাবি না মেটালে জেদ আরও বাড়ে। 

এর ফলে শিশুদের একগুঁয়েমি স্বভাব হয়ে যায়। তাই তাদের কথা এড়িয়ে যাবেন না, বরং বোঝানোর চেষ্টা করুন।

শিশুদের বকাঝকা করে চুপ করিয়ে রাখার থেকে কিছু দিয়ে চুপ করানো ভাল। যদি সন্তান একটি দামী খেলনার জন্য বায়না করে। তাকে তার বদলে পছন্দের জিনিস খাওয়ার শর্ত দিন। এতে শিশুর জেদ কমবে।

অনেক সময় খিদের কারণে শিশুরা খিটখিটে আচরণ শুরু করে এবং শুধুমাত্র একটি জিনিসের জন্য জেদ করে।

বাড়ির বাইরে যাওয়ার সময় শিশুদের পছন্দের খাবার সঙ্গে রাখুন। এতে শিশুদের পেট ভরবে এবং মেজাজও ভালো থাকবে। শিশুরা অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য জোর করবে না।