06 April, 2024
BY- Aajtak Bangla
গরমে অধিকাংশ মানুষই সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যানে হাওয়া খেতে পছন্দ করেন। কিন্তু টেবিল ফ্যানের হাওয়া খেতে ভালো লাগলেও অনেক সময় গরম হাওয়া বেরিয়ে আসে।
এই কয়েকটি উপায় জানা থাকলে টেবিল ফ্যানের হাওয়ায় কাঁপুনি ধরবে শরীরে।
ছোটোবেলা থেকেই আমরা জানি যে গরম হাওয়া উপর দিয়ে ও ঠান্ডা হাওয়া নীচ দিয়ে বয়ে থাকে। তাই একতলার দুতলার ঘরের তুলনায় ঠান্ডা হয়।
অনেকের বাড়িতেই দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো ঢোকে। তাই সেই ঘরগুলি গরম হয়।
অন্যদিকে যাদের বাড়ির সামনে বা জানলার পাশে গাছ থাকে তাদের বাড়ি ঠান্ডা হয়।
তাই যাদের বাড়িতে সূর্যের আলো বেশি পরিমাণে আসে তারা টেবিল ফ্যানটি জানলার দিকে মুখ করে রাখবেন।
এতে ঘরের গরম হাওয়া বেরিয়ে যায় ও বাইরের ঠান্ডা হাওয়া ঘরের ভেতর আসে।
তাই আপনি যখন নীচের তলার ঘরগুলিতে থাকবেন বা আপনার বাড়ির পাশে গাছপালা থাকায় ঘরটি তুলনামূলক ঠান্ডা থাকবে তখন আপনি টেবিল ফ্যানটি আপনার দিকে মুখ করে হাওয়া খেতে পারেন।
যখন আপনি উপরের তলার ঘরগুলিতে থাকবেন বা আপনার বাড়িটি তুলনামূলক গরম থাকবে তখন আপনি টেবিল ফ্যানটি জানলার দিকে মুখ করে রাখবেন।