6 February, 2025
BY- Aajtak Bangla
লম্বা ভর্তি চুল কে না চায়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের পড়তে শুরু করে দেয়। ফলে মাথায় টাক পড়ে যায়।
তবে এই টিপস মেনে চললে ৪০ বছর বয়স হলেও চুল বাড়তে থাকে, নতুন চুলও গজায়। রইল ৪ মোক্ষম টিপস।
পেঁয়াজের রসে আছে সালফেট। পেঁয়াজের রস বের করে আঙুল বা তুলোর সাহায্যে গোড়া থেকে মাথার শেষ পর্যন্ত লাগালে উপকার পাওয়া যায়।
ডিমের হেয়ার মাস্ক চুলের বৃদ্ধি ঘটাতে দারুণ সাহায্য করে। ডিমের মাস্ক চুলে দিলে প্রোটিন বাড়ে। চুলের গোড়া শক্ত হয়।
ডিমের সঙ্গে অলিভ অয়েল ও কলা মিশিয়ে এই হেয়ার মাস্ক বানান। মেখে আধ ঘণ্টা রাখার পর মাথা ধুয়ে নিন। ১৫ দিনে একবার চুলে লাগালেই হবে।
চুলে তেল মালিশ করলে নতুন চুল গজায়। বাদাম তেল, নারকেল তেল বা অলিভ অয়েল মাখতে পারেন।
প্রথমে তেল গরম করে হাতে নিয়ে চুলের গোড়ায় ভালো করে ঘোষুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সারারাতও চুলে তেল লাগিয়ে রাখতে পারেন।
অ্যান্টি-অক্সিডেন্টের ভান্ডার হল মেথির বীজ। চুল বাড়ে দ্রুত গতিতে। সারারাত ভিজিয়ে সকালে পেস্ট বানান। চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলুন।
নারকেল তেলে মেথির বীজ দিয়েও গরম করে নিতে পারেন। এই তেল ম্যাসাজ করে আধ ঘণ্টা রেখে দিলেই হবে কাজ। চুল লম্বা হতে শুরু করে।