16 JUNE, 2025
BY- Aajtak Bangla
প্লাস্টিকের জলের বোতল, একটি ইঞ্চি ছয়েক লম্বা পাইপ নিন। আর টুকরো করা ফল নিন। বোতলে ফলের টুকরো পুরে বোতলের মুখে পাইপটি ইঞ্চিদুয়েক ঢোকান। তারপর ভাল করে টেপ দিয়ে আটকে নিন। এই ভাবে বোতলটি মাটিতে শুইয়ে রাখুন। সহজেই ধরা পড়বে কেন্নো। কেন্নো জমলে বোতলটি ফেলে দিন।
ঘরের সীমানা, দরজার ফাঁকের মধ্যে, বাড়িতে কোনও গাছ থাকলে তার মাটিতে, বাগানের ফেন্সের তলায় বা এমন কোনও স্থান যেখানে কেন্নো থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারেন।