31 JANUARY, 2025

BY- Aajtak Bangla

ইঁদুর বাপ বাপ বলে পালাবে, কাজ হবে ছোট শ্যাম্পুর পাতাতেই

ছোট ইঁদুর ঘরে ঢুকলেই অশান্তি। চাল-ডাল শুধু নয়, নষ্ট হয় জামাকাপড়ও।

তবে এবার কীভাবে বিষ না দিয়েও ছোট ইঁদুর সহজে ঘর থেকে তাড়ানো যায় সেটাই বলব। এর জন্য লাগবে শুধু একটা শ্যাম্পুর পাতা।

ঘরের থেকে ছোট্ট একটা রুমাল নিন। বাটিতে দেড় চামচ আটা, লাল লঙ্কা গুঁড়ো, শ্যাম্পু ও ২ টুকরো কর্পূর নিয়ে নিন।

বাটিতে আটা, লাল লঙ্কার গুঁড়ো ও জল মিশিয়ে ভাল করে নাড়ান। এরপর এতে মেশান শ্যাম্পু।

এবার রুমালের মধ্যে এই মিশ্রণটি মাখিয়ে নিন। হাতে গ্লাভস বা প্লাস্টিক পরে নিন। খালি হাতে ধরলে হাত পুড়ে যেতে পারে।

এরপর আরও একটু কর্পূর গুঁড়ো ওই কাপড়ে ছড়িয়ে দিন।

ইঁদুর যে সমস্ত জায়গায় বেশি থাকে সেখানে এই কাপড়টা রেখে দিন।

ইঁদুর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এসে খাওয়ার চেষ্টা করবে। তবে মুখ লাগালেই ছোট ইঁদুর পালিয়ে যাবে।