23 AUGUST 2024

BY- Aajtak Bangla

বর্ষায় ভিজে জুতোতে দুর্গন্ধ? এই টিপসেই হবে কাজ

বেশ কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। কাদায় পা দিয়ে রোজ অফিস, স্কুল যেতে হচ্ছে। আর সেখানে ফর্ম্যা‌ল জুতো-মোজা মাস্ট।

বৃষ্টিতে জুতো, মোজা ভিজে গেলে তা শুকোতে চায় না। ফলে গন্ধ হয়ে যায়।

এই অবস্থায় সেই জুতো পরলে পায়ে ইনফেকশন যেমন হতে পারে তেমনই গন্ধের জন্য মান-সম্মান নষ্ট হতে পারে।

এত বিশ্রী গন্ধ বেরোয় যে তার আশেপাশেও দাঁড়ানো যায় না। জুতোর এই দুর্গন্ধ দূর করবেন কীভাবে?

বাড়ি ফিরে জুতো খুলে শুকনো কাপড় দিয়ে মুছে  জুতোর ভিতরে এক টুকরো পাতিলেবু বা লেবুর খোসা রেখে দিন। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও দিতে পারেন। এতেই গন্ধ দূর হবে।

চেষ্টা করুন ওয়ারটার প্রুফ জুতো পরার। এছাড়া ওয়াশেবল জুতো পরতে পারেন। ওয়াশেবল জুতো কিছুক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখুন।

তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন এবং রোদে শুকিয়ে নিন। ভিজে জুতো শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে বেকিং সোডা ছড়িয়ে দিন।

পরদিন জুতো পরার আগে ভাল করে মুছে নিন। এতে জুতোর সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে।

জুতো ও মোজার দুর্গন্ধ দূর করতে টি ট্রি অয়েল দুর্দান্ত কাজ দেয়। জুতোর মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ছড়িয়ে দিন।

মোজা কাচার সময় জলে টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।