26 MARCH, 2025
BY- Aajtak Bangla
জীবনে সকলেই সাফল্য পেতে চায়। তবে কেউই জানে না সেই পথ কী? সাফল্য পেতে শ্রম, নিষ্ঠা, সময়জ্ঞান খুব বেশি।
সাফল্যের এই ৬ মন্ত্র শিখিয়েছেন মোটিভেশনাল স্পিকার গৌর গোপাল দাস।
অন্যের মতের উপর নির্ভর করে কোনও সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। সাফল্য পেতে কেবলমাত্র নিজের বুদ্ধির উপর ভরসা করুন।
অন্যের উপদেশ শুনলেও নিজের উপর ভরসা রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিন। আর তার জন্য যথেষ্ট পরিশ্রম করুন।
ব্যর্থ হওয়ার পর ভাগ্যকে দোষারোপ করবেন না। প্রচুর পরিশ্রম করুন। আর নিজের উপর বিশ্বাস রাখুন।
হাতের রেখার উপর আপনার সাফল্য কখনই নির্ভর করে না। আপনার বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত ও পরিশ্রমই ভবিষ্যত ঠিক করে।
সুখ-দুঃখ আসবেই। আসবে ব্যর্থতাও। তবে সঠিক সময় প্রতিকুলতার মধ্যে ঘুরে দাঁড়ানোই জীবন।
সময় নষ্ট করবেন না একেবারেই। কোনও ভাবনা এলে দ্রুত তা বাস্তবায়িত করুন।
সমস্যা থেকে পালালে তার সমাধান হয় না। সমস্যা বা অসুবিধা সবই থাকবে, দৃঢ়তার সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করুন।
কাজে অবহেলা করা চলবে না। তাই নিজের কাজে মন দিন।