05 APRIL, 2025

BY- Aajtak Bangla

ফুলে ছেয়ে যাবে জবা গাছ রাসায়নিক লাগবে না, করুন এই কাজ

জবা গাছ প্রায় সকলের পছন্দের। তবে বেশিরভাগ মানুষই বাজার থেকে গাছপালা কেনেন।

জবা গাছ লাগানোর সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখলে খুব অল্প সময়ের মধ্যেই তাতে সুন্দর ফুল ফুটতে শুরু করবে।

অল্প সময়ই ফুল আসবে

শুধু তাই নয়, প্রচুর পরিমাণে ফুলও আসবে। জবা গাছ নার্সারি থেকে কিনতে পারেন। অথবা কলম পদ্ধতি ব্যবহার করে বাড়িতে এটি প্রস্তুত করতে পারেন।

প্রচুর ফুল আসবে

অনেক রঙের ফুল থাকে। পছন্দের রঙের গাছটি বেছে নিতে পারেন।একটি বড় আকারের পাত্র নিন।

পছন্দের রং

এক-তৃতীয়াংশ উর্বর মাটি, এক-তৃতীয়াংশ ভার্মিকম্পোস্ট এবং সমপরিমাণ বালি নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

প্রথমেই করুন

তার পর সেই মাটি ওই পাত্রে রাখুন। জবা গাছটি পুঁতে মাটি চারদিক থেকে হাত দিয়ে টিপুন এবং মগ থেকে জল ঢালুন। প্রতিদিন একবার করে জবা গাছে জল দিন।

এরপর করুন এই কাজ

এছাড়া গাছটি এমন জায়গায় রাখুন যাতে সেটি পর্যাপ্ত সূর্যালোক থাকতে হবে। এতে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং শীঘ্রই ফুল দেওয়া শুরু করে।

সূর্যের আলো

প্রতি ১৫ দিন পর পর জবা গাছে ভার্মিকম্পোস্ট সার প্রয়োগ করতে হবে।

দিন এই সার

নিয়মিত সার এবং জল দিলে গাছের দ্রুত হবে এবং জবা গাছে ছ'মাসের মধ্যে ফুল আসা শুরু হবে।

ফুল আসবেই