05 APRIL, 2025
BY- Aajtak Bangla
জবা গাছ প্রায় সকলের পছন্দের। তবে বেশিরভাগ মানুষই বাজার থেকে গাছপালা কেনেন।
জবা গাছ লাগানোর সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখলে খুব অল্প সময়ের মধ্যেই তাতে সুন্দর ফুল ফুটতে শুরু করবে।
অনেক রঙের ফুল থাকে। পছন্দের রঙের গাছটি বেছে নিতে পারেন।একটি বড় আকারের পাত্র নিন।
এক-তৃতীয়াংশ উর্বর মাটি, এক-তৃতীয়াংশ ভার্মিকম্পোস্ট এবং সমপরিমাণ বালি নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
তার পর সেই মাটি ওই পাত্রে রাখুন। জবা গাছটি পুঁতে মাটি চারদিক থেকে হাত দিয়ে টিপুন এবং মগ থেকে জল ঢালুন। প্রতিদিন একবার করে জবা গাছে জল দিন।
এছাড়া গাছটি এমন জায়গায় রাখুন যাতে সেটি পর্যাপ্ত সূর্যালোক থাকতে হবে। এতে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং শীঘ্রই ফুল দেওয়া শুরু করে।
প্রতি ১৫ দিন পর পর জবা গাছে ভার্মিকম্পোস্ট সার প্রয়োগ করতে হবে।
নিয়মিত সার এবং জল দিলে গাছের দ্রুত হবে এবং জবা গাছে ছ'মাসের মধ্যে ফুল আসা শুরু হবে।