BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
23 Jan, 2025
গবেষণা বলছে, এফওএক্সও থ্রি (FOXO3) নামক বিশেষ ধরনের জিন কম উচ্চতার মানুষের দীর্ঘজীবনে ভূমিকা রাখে।
যাঁদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির কম, তাঁদের মধ্যে এই জিনের প্রভাব সবচেয়ে বেশি।
লম্বা মানুষদের শরীরে কোষের সংখ্যা বেশি হওয়ায় তাঁদের ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে।
কম উচ্চতার মানুষরা কম খাবার খেয়েও শক্তি অর্জন করতে পারেন এবং তুলনামূলকভাবে হাড়জনিত সমস্যায় কম ভোগেন।
২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ইঞ্চি উচ্চতা বৃদ্ধির সঙ্গে পুরুষদের ক্যানসারের ঝুঁকি ২.২% এবং নারীদের ক্ষেত্রে ২.৫% বৃদ্ধি পায়।
লম্বা নারীদের ক্ষেত্রে ভেনাস থ্রম্বোইম্বোলিজম (ভিটিই) বা শিরায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি।
লম্বা উচ্চতা অনেকের কাছে আকর্ষণীয় মনে হলেও, সাম্প্রতিক গবেষণাগুলো থেকে দেখা যাচ্ছে, কম উচ্চতা স্বাস্থ্য ও দীর্ঘায়ুর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে উচ্চতা নয়, স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘজীবনের মূল চাবিকাঠি।