05 January, 2024
BY- Aajtak Bangla
কোনও মেয়েকে পছন্দ করলেও তাঁকে প্রেমের আবেদন দিতে পারছেন না, সঙ্কোচ হচ্ছে?
পছন্দের মেয়েটিকে পেতে চেষ্টার কোনো কমতি রাখেন না, তবুও সে ঘুরে তাকাচ্ছে না?
চিন্তার কিছু নেই। এই উপায়ে ১০ মিনিটেই প্রেমে পড়বেন মনের মানুষ।
কোনও মেয়েকে প্রেম নিবেদন করতে হলে ভাবুন কীভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করবেন। তার পছন্দ জেনে তারপর নিজেকে সেভাবে পেশ করুন।
যেকোনও বিষয়ে ২-৩ মিনিট কথা বলার চেষ্টা করুন। অবান্তর কথা বলবেন না।
উচ্চস্বরে কথা বলবেন না বা চেঁচামেচি করবেন না। কোনও রাগী বা বদ মেজাজী মানুষকে মেয়েরা পছন্দ করে না।
সবসময় মেয়েটির সামনে হাসিখুশি থাকবেন।
বহিরাঙ্গের পোশাক-আশাক যেন নোংরা না হয়।
সুন্দর করে কথা বলা অভ্যাস করতে হবে।
আপনার ধৈর্য না থাকলে কোনও মেয়েকে পটাতে পারবেন না। মেয়েরা বেশিদিন কথাও বলবেন না। সবথেকে বড় কথা তাঁকে যথার্থ সম্মান দিন। যত্নশীল থাকুন।