BY- Aajtak Bangla

মরা শিরাতেও গরম রক্ত বইবে, রইল টিপস!

10 Dec, 2024

কালোজিরে ওষুধি গুণাগুণ কমবেশি সবারই জানা। নানা রোগের মহষৌধ বলা হয়ে থাকে এটিকে।

উষ্ণ জল, মধু ও লেবুর রসের মিশ্রণে কালোজিরে পাউডার যোগ করে প্রতিদিন পান করলে ওজন কমাতে সহায়ক।

কালোজিরে চুর্ণ, অলিভ অয়েল, হেলেঞ্চার রস ও মধুর মিশ্রণ যৌন শক্তি বৃদ্ধির জন্য উপকারী।

কালোজিরের তেল মাথায় মালিশ করলে চুলপড়া কমে যায় এবং চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায়।

বুকে ও পিঠে কালোজিরের তেল মালিশ করলে কফ ও হাঁপানি উপশম হয়।

এক চামচ মধুর সঙ্গে কালোজিরে মিশিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

ডায়াবেটিস: কালোজিরের চূর্ণ এবং ডালিমের খোসার মিশ্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

হৃদরোগ ও মেদ কমানো: চায়ে কালোজিরে মিশিয়ে পান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং মেদ কমাতে সহায়ক।