BY- Aajtak Bangla

স্মার্টওয়াচের ব্যাটারির চার্জ থাকবে দীর্ঘ সময়, মোক্ষম টিপস রইল

5 OCTOBER, 2023

স্মার্ট ওয়াচের ব্যাটারির আয়ু বাড়াতে জেনে নিন এই কয়েকটি নিয়ম

বর্তমান যুগে ব্যস্ততা প্রতি মুহূর্তে। প্রযুক্তির ইঁদুরদৌড় চলেছে তামাম বিশ্বে। সব কিছু স্মার্ট। ঘড়িও এখন স্মার্ট।

শুধু সময় দেখা নয়। কতক্ষণ ঘুম, কেমন আছে হার্ট, কত স্টেপ হাঁটা হল দিনে, অবসাদে ভুগছেন কিনা, সবই বলে দেয় এই স্মার্টওয়াচ।

স্মার্টওয়াচের মাধ্যমে স্মার্ট থাকতে হলে ব্যাটারির দিকেও খেয়াল রাখতে হবে। স্মার্টওয়াচের স্মার্টনেস নির্ভর করে তো ব্যাটারির উপরেই।,

এহেন স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু কীভাবে বাড়ানো যায়? রইল কিছু টিপস

স্মার্টওয়াচের ব্রাইটনেস কমিয়ে রাখুন, গুরুত্বপূর্ণ বার্তা ছাড়া অন্যান্য অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন।

 ব্যাটারি ভাল রাখতে গেলে ব্লুটুথ ও ওয়াই ফাই খুব প্রয়োজন না হলে বন্ধ রাখা উচিত, পাওয়ার সেভিং মোড অন রাখুন।  

স্মার্ট ওয়াচে প্রয়োজনের তুলনায় বেশি অ্যাপ ইনস্টল না করাই ভাল। না হলে ঘড়ির কর্মক্ষমতা কমতে থাকে। 

স্মার্ট ওয়াচ ওয়াটার প্রুফ হলেও জল থেকে এই ঘড়িকে দূরে রাখাই ভাল।

স্মার্ট ফোনের ব্যাটারি ভালো রাখতে গেলে ফোনের সঙ্গে এই ঘড়ি কানেক্ট করে না রাখাই ভাল।