22 May, 2024

BY- Aajtak Bangla

ছদ্মবেশী বন্ধু সাপের মতো, চেনার ৮ টিপস?

কথায় বলে, বিপদেই বন্ধুর পরিচয়। সুসময় এবং দুঃসময়ে বন্ধুর পাশে থাকাই তো প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। 

জীবনের কোনো না কোনো অধ্যায়ে আমরা এমন ‘বন্ধু’দেরও দেখা পাই, যাঁরা গল্পে পড়া স্বার্থপর ‘বন্ধু’র মতো। অর্থাৎ ভালুকের সামনে পড়লে বন্ধুকে ফেলে রেখে নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত হয়ে উঠবেন তাঁরা। 

বন্ধুত্বের বিষয়ে যিনি একেবারেই উদাসীন, তিনি আর যা-ই হোন, ভালো বন্ধু নন। 

আপনি জীবনযুদ্ধে পিছিয়ে আছেন, আপনার কী করা উচিত, কী করা উচিত নয়—এসব কথা যদি ক্রমাগত কেউ বলতে থাকে, তাহলে আপনি মানসিকভাবে চাপে থাকবেন। এভাবে আপনাকে চাপে রাখা ব্যক্তিটি অবশ্যই আপনার সত্যিকার বন্ধু নন। 

ছদ্মবেশী বন্ধু আপনার সঙ্গে সব সময় নিজের বা অন্য কারও তুলনা করতে পারেন। আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলেও দিতে পারেন। তাই এদের থেকে সাবধান।

আপনার রুচি বা কাজের ধরন কিংবা আপনার পরিবারের নিয়ম, আচরণবিধি বা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে নেতিবাচক মন্তব্য করা ব্যক্তিটিও আপনার প্রকৃত বন্ধু নন।

আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারেন একজন ছদ্মবেশী বন্ধু। অন্যদের থেকে দূরে সরিয়ে দিতেও চেষ্টা করতে পারেন তিনি। এতে সহজেই আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন।

গঠনমূলক সমালোচনা করাটা মন্দ নয়। কিন্তু একজন ছদ্মবেশী বন্ধু তিক্তভাবে আপনার সমালোচনা করে বসতে পারেন। 

বন্ধু হিসেবে আপনার প্রশংসাই করেন ছদ্মবেশী বন্ধু। কিন্তু প্রশংসার মধ্যেই ঢুকিয়ে দেন একটু ‘বিষ’। 

যিনি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ান, কারও নেতিবাচক দিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করেন, এমন মানুষকে বন্ধু ভাবলে ভুলই করবেন।