15 May, 2025
BY- Aajtak Bangla
গরমের মরশুম থাকলেও মাঝে মধ্যেই ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বাজ পড়া তো রয়েছেই।
বর্ষাকালে বৃষ্টি, বর্জ্রপাতের মতো ঘটনা হামেশাই দেখতে পাওয়া যায়।
বজ্রপাতে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ক্রমশ বাড়ছে। বাজ পড়লে কোন কোন কাজ একেবারেই করবেন না আসুন দেখে নিই।
বাজ পড়ার সময় স্নান করা বা জলের কাজ করা থেকে বিরত রাখুন নিজেদের।
এই সময় জানালা ও দরজার কাছ থেকে দূরে থাকুন, সম্ভব হলে বাড়ির ভিতরের কোনও ঘরে আশ্রয় নিন।
টিভি, কম্পিউটার বা চার্জে থাকা ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন।
তারযুক্ত ফোন ব্যবহার করা বিপজ্জনক, তবে মোবাইল বা কর্ডলেস ফোন নিরাপদ।
বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
বজ্রপাতের সময় আপনি যদি সুইমিং পুল, কিংবা পুকুরে সাঁতার কাটেন তাহলে সেখান থেকে উঠে যান। কারণ জল অত্যন্ত ভাল বিদ্যুৎ পরিবাহী।