01 MAY, 2025

BY- Aajtak Bangla

v

বাড়ির বিদ্যুৎবিল কমে হবে অর্ধেক, এই ৭ ট্রিকসেই বাঁচবে টাকা

বেড়ে গিয়েছে বিদ্যুৎ বিলের খরচ। তাতে আর্থিক বোঝা চাপছে মধ্যবিত্তদের কাঁধে।

বিদ্যুতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারেন। খালি কয়েকটি টিপস মেনে চলতে হবে।  

এসি কখনও ২৫ ডিগ্রির বেশি রাখবেন না। সাশ্রয় হবে বিদ্যুৎ।

যে ঘরে এসি রয়েছে,সেই ঘরে ফ্রিজ ও ওটিজি রাখবেন না। নইলে বিদ্যুৎ বেশি পুড়বে।

ওয়াশিং মেশিনে দিয়ে দিন পোশাক। এতে সাশ্রয় হবে।

ফিলামেন্টের বাল্বের বদলে এলইডি ব্যবহার করুন।

টিভি বন্ধ করার সময় রিমোট দিয়ে স্ট্যান্ডবাই রাখবেন না।

বিদ্যুতের খরচ কমাতে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আলো-পাখার প্লাগের সুইচ বন্ধ রাখুন।

ফোনে চার্জ দেওয়ার প্লাগের সুইচ বন্ধ করুন।

রান্না করে গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখবেন না।