30 April, 2024

BY- Aajtak Bangla

মাছের কাঁটা যতই বড় হোক, সেকেন্ডে নামবে; রইল দিদিমার টিপস

মাছ ছাড়া বাঙালিদের চলে না। অনেকসময় এই মাছ খেতে গিয়েই ঘটে বিপত্তি। 

মাছ ঠিক করে বেছে না খেলে, খাবার সময় অমনোযোগী হলে গলায় কাঁটা ফোটার সমস্যা কমবেশি সব বাড়িতেই হয়।

তাই কিছু উপায় জেনে নিন, যাতে এই সমস্যা হলে নিমেষেই সমাধান করতে পারবেন। 

গলায় কাঁটা ফুটলে সঙ্গে সঙ্গে কলা অল্প চিবিয়ে গিলে ফেলুন। তাড়াতাড়ি ফল পাবেন।

গরম জল করে একটু নুন দিয়ে খেতে থাকুন। কাঁটা নিমিষে নরম হয়ে নেমে যাবে।

গরম কিংবা ঠান্ডা জলে ভিনিগার মিশিয়ে খেলেও উপকার পাবেন।

বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তাহলে ২-৩ চামচ খেয়ে নেবেন তাহলেও কাঁটা নেমে যাবে। 

পাউরুটিতে মাখন মাখিয়ে খেলেও উপকার পাবেন একশো শতাংশ।

এছাড়াও, সকলেই জানেন, সাদা ভাত দলা করে গিলে নিলেও কাঁটা নেমে যায়।