10 June, 2024

BY- Aajtak Bangla

এই ৫ বিষয়ে মিল না থাকলেই ডিভোর্স হয়,  জেনে নিন

চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে—এটা ধ্রুব সত্য হলেও দাম্পত্য সম্পর্কের রসায়নটা দুর্দান্ত হওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মিল থাকা ভীষণ জরুরি।

স্বামী–স্ত্রীর অনেক মিল থাকলেও কিছু কিছু অমিল থাকতেই পারে। সব অমিল সত্ত্বেও দুজনেরই দুজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বৈশিষ্ট্যটি থাকা জরুরি।

পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে এমন বহু অমিল নিয়েও শান্তিতে সংসার করা যায় যুগের পর যুগ।

সুখী দম্পতির মধ্যে অবিশ্বাসের কোনো জায়গা নেই। তাঁরা পরস্পরের প্রতি অবিশ্বস্ত হওয়ার মতো কোনো কাজ করেন না, পরস্পরকে অবিশ্বাসও করেন না। 

সুখী দম্পতি একই মূল্যবোধ ধারণ করেন। মূল্যবোধের প্রশ্নে আবার প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক শিক্ষার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। এসবের মিল না থাকলে কিন্তু একে অন্যের যোগ্য সঙ্গী হয়ে ওঠা কঠিন।

ধরা যাক আপনি একটা রসিকতা করলেন, কিন্তু আপনার সঙ্গী সেই বিষয়টার অর্থই বুঝতে পারলেন না। ক্রমাগত এমনটা হতে থাকলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে। 

স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য খুব বেশি হলে দুজনের মানসিক পরিপক্বতায় তফাত থাকতে পারে। বরং কাছাকাছি সময়ে বড় হয়েছেন, এমন দম্পতির রসায়নটা দারুণ হয়ে থাকে।

মনোমালিন্য হলেও সমাধানের পথ কখনো বন্ধ করে দেন না।

দোষ-গুণ মিলিয়েই মানুষ। সুখী দম্পতি একে অন্যের ভালো দিকগুলোকেই প্রাধান্য দেন, ভালো দিকগুলোর প্রশংসাও করেন সচেতনভাবে।