7 May,, 2024

BY- Aajtak Bangla

বাজ পড়লে কীভাবে নিজেকে বাঁচাবেন? রইল ৫ টিপস

বাজ পড়লে বাড়ির বাইরে যাবেন না। রাস্তায় থাকলে কোনও দোকানে আশ্রয় নিন। ভুলেও ছাদে উঠবেন না। ফাঁকা রাস্তা বা বড় গাছের তলায় আশ্রয় নেবেন না।

লোহার সিঁড়ি, রেলিং, পাইপ ধরে দাঁড়াবেন না। লাইটপোস্ট ঘেঁষে দাঁড়াবেন না। ঝড় আসার আগেই চাষের জমি, মাঠ থেকে বাড়ি চলে আসুন।

বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির মধ্যে মাঠে খেলা একেবারেই উচিত নয়। বৃষ্টির বিকেলে ফুটবল মজার হতে পারে, কিন্তু খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা প্রবল।

ফোন ব্যবহার করতে পারেন। অনেকের বজ্রবিদ্যুত্-এর সময়ে স্মার্টফোন ব্যবহার নিয়ে ভয় থাকে। সেটি ভিত্তিহীন।

ছাদে লোহার উঁচু পোল, পাইপ ইত্যাদি বসান অনেকে। যা বিপদজনক।

উঁচু বিল্ডিংয়ে অফিস হলে তাতে বজ্রনিরোধক ব্যবস্থা আছে কিনা তা যাচাই করুন। বেশি ফাঁকা জায়গায় বাড়ি তৈরী করবেন না।

এই সমস্ত টিপস মেনে চললে বাজ পড়ার থেকে রক্ষা পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গে সোমবার বাজ পড়ে মারা গিয়েছেন ৯ জন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও।