22 AUGUST 2024

BY- Aajtak Bangla

অশান্তি হবে না, এই টিপসেই মধুর হবে বউমা-শাশুড়ির সম্পর্ক

বিয়ের পর প্রত্যেকেরই জীবনেই নানারকম পরিবর্তন আসে। মেয়েদের জীবনে বিশেষ করে অনেকটাই পরিবর্তন আসে।

নতুন পরিবারে এসে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সকলের সঙ্গে মানিয়ে নেওয়া দিয়েই শুরু হয় সমস্যা।

সব থেকে বেশি মনোমালিন্য হয় শাশুড়ির সঙ্গে। শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক রাখতে এই টিপসগুলিকে মাথায় রাখুন।

শাশুড়ি বৌমার সম্পর্ক থাকবে অটুট এই টিপসগুলি জানলে-

সম্পর্ক মজবুত করতে কোনও একজনকে নিজের কমফোর্ট থেকে বেরিয়ে মেশার চেষ্টা করতে হবে। তাহলেই সম্পর্ক আরও সুন্দর ও সহজভাবে এগিয়ে যাবে।

বিয়ের পর শাশুড়ি ও বউয়ের মধ্যে ঝামেলা একটি খুবই স্বাভাবিক বিষয়। তবে সম্পর্কের উন্নতির জন্য একে অপরের সঙ্গে ঝামেলা করে অধিকার হরণ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

শাশুড়ি ও বৌমার মধ্যে সম্পর্ক মজবুত করতে একে অপরের পছন্দ জানাটা খুব জরুরি। এর সঙ্গে একে অন্যের পছন্দের খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ।

বউমারা শাশুড়িকে শ্রদ্ধা করুন আর শাশুড়িরা বৌমাকে স্নেহ করুন।

দুজনেরই একে অপরকে নিজের বাড়ির লোকের মতন ব্যবহার করা উচিত, এতে সম্পর্কের উন্নতি হয়।