বর্ষায় অনেকেই এসি চালান না। পরিবেশ ঠান্ডা থাকায় অনেকেই এসি চালান না।
তবে না চালালেও বর্ষায় যত্ন নিতে হবে এই যন্ত্রের। না হলে বিকল হতে পারে বহুমূল্যবান এই এসি।
বর্ষাকাল মানেই চারদিকে স্যাঁতসেঁতে একটা ভাব। বর্ষায় কী ভাবে নেবেন এসির যত্ন?
যে কোনও গ্যাজেট ভাল রাখার প্রথম শর্ত পরিচ্ছন্নতা বজায় রাখা। বছরে এক থেকে দু’বার সার্ভিসিং করিয়ে নেওয়াই ভাল।
বর্ষাকাল মানেই যখন-তখন ঝড়বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। বাড়ি থেকে বেরোনোর আগে মনে করে এসি-র প্লাগ খুলে রাখবেন।
বর্ষায় এসি চালালে তা অবশ্যই ‘ড্রাই মোডে’ করে রাখুন। এ সময়ে ঘরের আর্দ্রতা দূর করারও অন্যতম উপায় এটি।
এসি-র বাইরের অংশ সপ্তাহে অন্তত এক বার করে মুছে নেওয়া জরুরি। ঝড়-বৃষ্টিতে ধুলোবালি উড়ে এসে জমা হতে পারে এসির গায়ে। ধুলো জমে জমে এই যন্ত্রে সমস্যা হতে পারে।
বর্ষায় সব সময় এসি চালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু কখনও যদি দরকার পড়ে, তবে এসির তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রির মধ্যে রাখাই ভাল। এতে বিলও কম আসবে।
বর্ষায় এসির এয়ার ফিল্টারের বাড়তি যত্ন নিন। কারণ, এই মরসুমে এখানে জল ঢুকে কিংবা অন্য কোনও কারণে হাওয়া চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।
হাওয়া চলাচল করতে না পারলে এসি খারাপ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তাই ফিল্টারের যত্ন নেওয়া জরুরি।