8 December 2023

BY- Aajtak Bangla

শীতের সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছা করে না? এসব টিপস কাজে লাগবে

শীতের সকালে লেপ থেকে বেরোতে মন চায় না প্রায় সবারই।

এই সময় আলসেমি, সারাদিনের ক্লান্তির কারণে ঘুম একটু বেশিই পায়।

ঘুমের অভাবে মনটা কেমন যেন নিস্তেজ লাগে।

ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কিছু উপায় রয়েছে –

সকলেরই অন্তত পক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। রাতে তাড়াতাড়ি শুয়ে সকালে উঠলে উপকার পাবেন।

রোজ রাতে ঘুমের আগে বই পড়ুন তাতে আপনার ঘুম ভাল হবে।

রোজ রাতে পরের দিনের কাজের তালিকা বানিয়ে রাখুন যাতে সকালে কাজের চিন্তায় ঘুম ভেঙে যায়।

রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালার্ম সেট করে রাখুন যাতে সকালে উঠতে আপনার সুবিধা হয়।