16 SEP, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
কাককে বলা হয় ঝাড়ুদার পাখি অর্থাৎ নোংরা-জঞ্জাল, আবর্জনা-ময়লা খেয়ে জীবন ধারণ করে।
যে কোনও তীর্থক্ষেত্রে এবং মানুষের মিলনায়তনে বেশি বর্জ্র পড়ে থাকে।
ভাবিকভাবে যেখানে যত-বেশি নোংরা-আবর্জনা, সেখানে তত বেশি কাক দেখা যায়।
'তীর্থের কাক' হচ্ছে বাংলা বাগধারা।
অর্থাৎ রূপক হিসাবে ব্যবহৃত শব্দ-বন্ধ।
কাউকে অকর্মণ্য, অলস, পরনির্ভরশীল বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।
অর্থাৎ যিনি শুধুই প্রত্যাশী প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষাকারী অথবা প্রতীক্ষায় অভ্যস্থ।
যে ব্যক্তি জানেন তীর্থক্ষেত্রে তাঁর চাহিদা তো পূরণ হবেই পাশাপাশি বৌদ্ধিক জ্ঞান লাভের সুযোগও থাকবে।