BY- Aajtak Bangla
10 January 2025
রান্নায় স্বাদ বাড়িয়ে দেয় এলাচ। তাই আমাদের প্রায় সকলের রান্নাঘরেই এলাচ থাকে।
রান্না ছাড়াও নানা উপকারে কাজে লাগে এলাচ।
জ্যোতিষ মতে, এলাচ খুবই শুভ। যে কারও জীবন বদলে দিতে পারে এলাচ। কীভাবে?
সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের তলায় রেখে দিন। রাতে ওই বালিশে মাথা রেখে ঘুমোন। এতে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে। ।
মানিব্যাগে সবসময় ৫টি এলাচ রাখলে কখনও অর্থকষ্ট হয় না। বরং আর্থিক লাভ হবে। . .
দুধে এলাচ ফুটিয়ে ঠান্ডা করে তা কোনও গরিবকে খাওয়ালে পরীক্ষার্থীরা সফল হবেন। . .
পকেটে এলাচ রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। সুখ আসবে জীবনে। . .
হলুদ কাপড়ে ৫টি এলাচ নিয়ে তা কোনও গরিবকে দান করলে সুন্দর জীবনসঙ্গী পাওয়া যায়।
এলাচ ফোটানো জল দিয়ে স্নান করলে শুভ ফল পাওয়া যায়।