07 February, 2024
BY- Aajtak Bangla
বাচ্চা মানুষ করা চাট্টিখানি কথা নয়।
অনেক সময়ই বাচ্চারা মোটেই বাবা-মায়ের কথা শোনে না।
তাই সন্তানকে নিয়ে হিমশিম খেতে হয় বাবা-মায়েদের।
তবে এই টিপসগুলি মানলেই বাচ্চা বাধ্য হবে, জানুন...
ধৈর্য ধরে সন্তানের কথা শুনুন। বাচ্চারা যদি ভাবে যে, তাদের কথার আপনি গুরুত্ব দিচ্ছেন, তা হলে ওরাও আপনার কথা শুনবে।
বাচ্চাকে ভাল করে বোঝান। কোনও কাজ ঠিক না করলে বকাবকি করবেন না।
বাচ্চার ভাল কাজের প্রশংসা করুন।
কখনওই সন্তানের উপর জোর করবেন না। নিজের মত জোর করে চাপিয়ে দেবেন না।