21 MAY 2025
BY- Aajtak Bangla
মানসিক চাপ কমানোর জন্য মহিলাদের পেশিবহুল পুরুষদের দিকে আরও বেশি করে তাকানো উচিত, বলছেন চিনের স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
ওষুধ বা পথ্যের প্রয়োজন নেই। সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকলেই মিলবে মনের আরাম, প্রাণের শান্তি।
যে মহিলাদের শরীরে শক্তির অভাব রয়েছে বা রক্তের ঘাটতিতে ভুগছেন, তাঁদের জন্য এই বিশেষ পরামর্শ দিলেন চিনা ডাক্তার।
চিনের জিয়াহে শেনজেন হাসপাতালে কর্তব্যরত ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলাদের এই দাওয়াই দিয়েছেন।
এই চিকিৎসক চিনের সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। ১ লক্ষ ৩৩ হাজারের বেশি ফলোয়ার তাঁর।
এই ডাক্তার বলছেন, খিটখিটে মেজাজের মহিলাদের সুঠাম দেহের পুরুষদের দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করা উচিত।
চিনা ডাক্তার ব্যাখ্যা করেছেন, সুন্দর কিছু চোখের সামনে থাকলে শরীরে ডোপামিন উৎপাদন বেড়ে যায়।
বদমেজাজি রোগীদের তিনি রোম্যান্টিক সম্পর্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিনা ডাক্তার।
নিয়মিত ভাবে মহিলাদের স্বাস্থ্য এবং স্ত্রীরোগ সংক্রান্ত নানা পরামর্শ দিয়ে থাকেন হি ঝেনিয়ে নামের ওই চিনা চিকিৎসক।