BY- Aajtak Bangla
14 DECEMBER 2024
নিত্যদিনের নানা প্রয়োজনীয় জিনিসের মধ্যে বালতি, মগ , গামলা অন্যতম।
অনেকের ঘর- বাড়ি পরিষ্কার থাকলেও বালতি- মগ নোংরা থাকে।
খেয়াল করে দেখবেন, বাথরুমের বালতি বাঁ মগ কিছুদিন পরেই ফ্যাকাশে হয়ে যায়।
কীভাবে সহজে পরিষ্কার করবেন? জানুন বাথরুমের ফ্যাকাশে বালতি- মগের রং চকচকে করার টিপস।
যদি বাথরুমের বালতি, মগে কালো দাগ পড়ে যায়, তাহলে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন।
ব্লিচিং পাউডার জলে মিশিয়ে ভিজে কাপড় দিয়ে ঘষে নিন বালতি, মগ। ভাল করে কাপড় দিয়ে ঘষে নেওয়ার পর, জল দিয়ে ধুয়ে নিন।
তবে অবশ্যই হাতে গ্লাভস পরে থাকবেন, তা নাহলে চামড়ার সমস্যা হতে পারে।
লেবুর রস দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে থাকা অ্য়াসিটিক অ্য়াসিডের সাহায্যে যে কোনও দাগ মুছে ফেলা যায় সহজে।
এছাড়াও, ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও ভিনিগার, দাগ উঠে যাবে খুব তাড়াতাড়ি।