BY- Aajtak Bangla
22nd January, 2025
গরম চায়ের কাপে চুমুক দিয়েই জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সকলেরই আছে।
অথবা গরম কোনও খাবার বা স্যুপ মুখে দিতেই জিভে ছ্যাঁকা খেলেন।
আর সেই জ্বালা বেশ অনেকদিন পর্যন্ত কষ্ট দেয়।
জিভের জ্বালা থেকে মুক্তি দেবে ঘরোয়া কিছু উপাদান। আসুন সেগুলো জেনে নিই।
বরফ দিয়েই আপনার জিভে পুড়ে যাওয়ার জ্বালা থেকে মিলবে রেহাই। একটি বরফের কুচি জিভে বেশ কিছুক্ষণ ঘষে নিন। এতে ফোস্কা পড়ার ভয়ও থাকে না।
একটু মধু জিভে ঢেলে মিনিট দুয়েক এভাবেই রেখে দিন। তারপর সেই মধু মুখের ভেতর বুলিয়ে নিন। এতে আরাম পাবেন।
পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে চিনি ও একটু গুঁড়ো দুধ নিয়ে রেখে দিন। এতে মিলবে সুরাহা, কমবে জ্বালা।
পুড়ে যাওয়া অংশে একটু দই নিয়ে রাখুন কয়েক মিনিট। এতে ঠান্ডা হয়ে যাবে আপনার জিভের পোড়া অংশ, কমবে জ্বালা।
ঈষদুষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন। এতে মিলবে সুরাহা।