21 MARCH 2025

BY- Aajtak Bangla

টুথপেস্ট আমিষ না নিরামিষ? অনেকেরই ভুল ধারণা রয়েছে  

শরীর সচেতন অনেকেই আমিষ ছেড়ে নিরামিষে চলে যাচ্ছেন। কেউ ধর্মভীরু, কেউ আবার ডাক্তারের পরামর্শে আমিষ ছেড়ে নিরামিষ খাচ্ছেন।

নিরামিষেই রুচি

বহু পরিবারে তো আমিষ বাড়িতে ঢোকারও অনুমতি নেই। কট্টর ভাবে নিরামিষাশী।

কট্টর ভাবে নিরামিষাশী

এখন প্রশ্ন হল, আপনি যে টুথপেস্টটি ব্যবহার করেন, সেটি কি নিরামিষ?

টুথপেস্ট নিরামিষ?

হয়তো দেখা গেল, আপনি কট্টর ভাবে নিরামিষ, অথচ ঘুম থেকে উঠেই দাঁত মাজেন যখন তখন আমিষ যাচ্ছে মুখে।

ভোরবেলায় আমিষ?

অনেকেই ভাবেন টুথপেস্টের টিউবে সবুজ মার্ক থাকলে, তা একেবারে প্রাকৃতিক। নীল মার্ক থাকলে তা প্রাকৃতিক উপাদান ও ওষুধ মিশ্রিত।

সবুজ মানেই নিরামিষ নয়

লাল মার্ক ও কালো মার্ক থাকা মানে, সম্পূর্ণ কেমিক্যাল ও প্রাকৃতিক উপাদান মেশানো।

কোন চিহ্নের কী মানে?

আসলে এটা একেবারেই ভুল ধারণা। টুথপেস্টের টিউবের কালার কোডের সঙ্গে আমিষ বা নিরামিষের কোনও সম্পর্ক নেই।

কালার কোডের কী মানে?

ডাক্তাররা জানাচ্ছেন, ওই মার্কটিকে কালার মার্কস ও আই মার্কস বলে।

আই মার্কসের কাজ

টুথপেস্টের প্যাকেটের রঙিন চিহ্ন বা 'আই মার্ক' মূলত উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

রং নিয়ে ভুল ধারণা

এগুলো মেশিনকে বোঝাতে সাহায্য করে, কোথায় টিউবটি কাটা বা সিল করা হবে।

ভুল ধারণা ভাঙুন

তাই এটি টুথপেস্টের উপাদানের সঙ্গে কোনও ভাবেই সম্পর্কিত নয়।

টুথপেস্ট ও মিথ